প্রতীক্ষা; মাসুদা তোফা

 

ভেবে ভেবে হই অস্থির,
অজান্তে কতো দিন কাটে প্রতীক্ষায়।

কত ক্ষণ যে কেটে গেছে
অজানা প্রত্যাশার কাঁটা তারে বিঁধে।

হয় না যাওয়া দূরে,
হয় না আসা কাছে মিছে প্রতীক্ষায়।

দিবানিশি ডুবে থাকি গহীন সায়রে
ভাসাতে সোনার তরী।

মরি মরি যদি বলি মিছে সব মিছে
আশা কুহকজাল পাতে।

থাকি সারাবেলা নিরবধি প্রতীক্ষায়
ভাঙা স্বপ্ন তরী ঘিরে ।

ডাকবে যদি বা দিব ছুট
সব কর্ম ছেড়ে স্বপ্ন তরী নিয়ে।

অবসান হবে
যবে প্রতীক্ষার ক্ষণ
দেখা হয় যদি তার সাথে।

তখন কেবল টানাপোড়েনের মাঝে
আদ্র চাহনিতে ভেসে যাবো ।

ভুলে যাবো কোন দূরলোকে আছি
নেই কাছাকাছি পাশাপাশি আজ।

 

সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।