প্রাইভেটকারের ব্যাক ডালায় ৫০ কেজি গাঁজা
অফিস রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
এসময় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া কসবা বিষ্ণুপুর পূর্বপাড়ার রউফ মিয়ার ছেলে ইমদাদুল হাসান সোহাগ (৩৫)। ১৪ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় থাকা অবস্থায় গোপন সূত্রের ভিত্তিতে কসবা কাঠেরপুল এলাকা হতে একটি ছাই রং এর প্রাইভেট কার যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো গ-১২-৩০৬৯ আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে গাড়ির চালক ইমদাদুল হাসান সোহাগকে আটক করা হয়। তল্লাশি করে প্রাইভেট কারের ব্যাক ডালায় ৩ টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ছোট ছোট আকারের মোট ৫০ টি প্যাকেটে, প্রতি প্যাকেটে ১ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা নামক মাদক, পাওয়া যায়। এসআই বেনু ভূষণ দাস সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক ৫০ কেজি গাঁজা জব্দ করেন। প্রাইভেট কারের মূল্য অনুমান ৭ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৫ লক্ষ টাকা হবে। ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে উক্ত মাদক কারবারির বিরুদ্ধে দেবিদ্বার থানায় নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এবিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, মহাসড়ক নিরাপদ রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।