‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর আর নেই

আমোদ ডেস্ক ।।

inside post

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মারা গেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর (৬৫)।  সোমবার (৬ জুলাই)  সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করে সংগীত শিল্পী কুমার বিশ্বজিত বলেন, আমি অথেনটিক একটা জায়গা থেকে মাত্রই এন্ড্রু কিশোর দা’র চলে যাবার খবর শুনেছি। ওনার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।

আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পী সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

এরপর থেকে রাজশাহীতে বোনোর বাসায় থাকছিলেন। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।

এন্ডু কিশোরের জন্ম রাজশাহীতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। তিনি প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে। একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে যান। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন।

এই প্লেব্যাক সম্রাট চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে। তবে তুমুল জনপ্রিয়তা পান বেলাল আহমেদের ‘নয়নের মনি’ সিনেমার গান দিয়ে। তিনি মোট নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া বাচসাস, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেছেন।

আরো পড়ুন