‘ফ্যাটি লিভারে আক্রান্তরা লিভার ক্যান্সারের ঝুঁকিতে’
কুমিল্লায় বিশ্ব ন্যাশ দিবস পালিত
প্রতিনিধি।
বর্তমানে বিশ্বের এক চর্তুথাংশ মানুষের ফ্যাটি লিভার। মোটা মানুষের মধ্যে ৭০ভাগ ফ্যাটি লিভার। ডায়াবেটিসে আক্রান্ত ৭৫ ভাগ মানুষের ফ্যাটি লিভার। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ন্যাশ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। ফ্যাটি লিভার প্রতিরোধে সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে সুষম খাদ্যাভাস ও ব্যায়াম।
বৃহস্পতিবার কুমিল্লায় বিশ্ব ন্যাশ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এই কথা বলেন। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল অডিটরিয়ামে কুমেক হাসপাতাল হেপোটলজি বিভাগ ও কুমিল্লা লিভার ক্লাব এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমেক হাসপাতাল পরিচালক ডা.মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন কুমেকের উপাধ্যক্ষ, কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি ও হেপোটলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইজাজুল হক। প্রবন্ধ উপস্থাপন করেন কুমেক হাসপাতালের হেপোটলজি বিভাগের রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন। উপস্থাপনা করেন কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. ফরহাদুল আবেদীন। বক্তব্য রাখেন কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আজিজুল হোসেন,নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পাল, কুমিল্লা লিভার ক্লাবের সহ-সভাপতি লুৎফুল বারী চৌধুরী হিরু ও ডা.অনুপম পাল প্রমুখ।