বজরীখলা সমাজ কল্যাণ পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প
উপজেলা রিপোর্টার,চান্দিনা।।
কচুয়ার বজরীখলা সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ১শত ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া ৬৬ জনকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং ৫২ জনের, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. ইব্রাহিম খলিল।
মো. মিছির আলী মাস্টার ও আল মামুন ভূইয়ার যৌথ পরিচালনায়, সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মো. ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাচার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. আ. মতিন, চান্দিনার বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজ পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ভূইয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন- বজরীখলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ. আওয়াল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ভূইয়া, চান্দিনা ল্যাবএইড হসপিটালের ম্যানেজার আবুল বাসার, চান্দিনা ল্যাবএইড হসপিটাল মার্কেটিং অফিসার মো. জসিম উদ্দিন, মুফতী নাজমুস্ সাকিব, মাওলানা শাহপরান, মইন আলী দেওয়ানসহ সংগঠনের সদস্যরা।