বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম সাহান নামের (২০) এক যুবক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার রাত ৭:৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম সাহান মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি থানার ওফিসার ইনচার্জ সাহাব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম সাহান চৌদ্দগ্রামে তার এক বন্ধুর বাড়ি থেকে মুরাদনগর ফেরার পথে উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে সিয়াম সাহান ঘটনাস্থলে নিহত হন। সাথে থাকা অপর বন্ধু কোতয়ালী থানার কালির বাজার এলাকার ওমর ফারুকের ছেলে ওমর ইবনে প্রভাদ গুরুতর আহত হয়।
অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন জানান, নিহতের লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে। দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।