বন্যা দুর্গত কুমিল্লার কৃষকদের পাশে কৃষি কর্মকর্তারা

 

প্রতিনিধি।।
কুমিল্লায় বন্যা দুর্গত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কৃষি কর্মকর্তারা। সোমবার জেলার বুড়িচং ও চৌদ্দগ্রাম উপজেলায় তারা চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। নিজেদের বেতনের টাকা থেকে ৫শতাধিক কৃষকের মাঝে এই সহায়তা দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস ক্যাডার কর্মকর্তারা এই উদ্যোগ গ্রহণ করেন।


এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, উপ-পরিচালক ড.মাহবুবুর রশিদ,রেজাউল হক,আমিনুর রশিদ প্রমুখ।
উপ-পরিচালক আমিনুর রশিদ বলেন,কুমিল্লা,নোয়াখালী ও ফেনী অঞ্চল বন্যায় আক্রান্ত। এখানে কৃষক ও মেহনতি মানুষ বেশি ক্ষতিগ্রস্থ। কৃষক দেশের প্রাণ। তাদের দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই নিজেদের বেতনের টাকা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন,আমাদের সীমিত সামর্থ্য থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যার পরেও আমরা কৃষকদের পাশে থাকবো। আমরা চাই সমাজের অন্য সামর্থ্যবানরাও যেন দুর্গতদের পাশে দাঁড়ান।