বরুড়ায় তারুণ্যের উৎসব উদযাপন
হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ‘নতুন দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
দিবসটি উপলক্ষে বুধবার (পহেলা জানুয়ারি) র্যালি, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু-এমং মারমা মং।।
বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, এসময় আরও উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, ছাত্র নেতা আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, রক্তঋণ সামাজিক সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, রক্তঋণ সামাজিক সংগঠনের আহবায়ক গাজী কামরুল হাসান, সদস্য সচিব হৃদয় ভৌমিক, যুগ্ম আহবায়ক সবুজ সরকার, তিথি মজুমদার, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, ফয়সাল আহমেদসহ শিক্ষক সাংবাদিক বিভিন্ন সামাজিক সংগঠনের এক ঝাঁক তরুণ।