‘দ্য গ্লোবাল নেট’র অষ্টম বর্ষপূর্তি

 

inside post

প্রতিবেদক।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক ‘দ্য গ্লোবাল নেট’র অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দ্য গ্লোবাল নেটের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অবসরপ্রাপ্ত সিভিল সার্জন প্রবীণ চিকিৎসক ডা. সাদেক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর একেএম রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক এম ইব্রাহিম খলিল ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) যুগ্ম আহবায়ক, নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় কর্মরত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
দ্য গ্লোবাল নেটের সম্পাদক মিঠু ধর চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ প্রমুখ।
আলোচনা শেষে পত্রিকাটির অষ্টম বর্ষপূর্তিতে একটি কেক কাটা হয়।

আরো পড়ুন