`শিশুকে খেলার ছলে শেখানোর চেষ্টা’
শিশুর আনন্দ শিক্ষাঘর উদ্বোধন
অফিস রিপোর্টার।।
শিশুকে খেলার ছলে শেখানোর চেষ্টা করলে এতে সে আনন্দ পাবে, পড়াশোনায় উৎসাহী হবে। এ কথা মাথায় রেখে অদম্য আগামীর প্রজন্ম গড়ার লক্ষে কুমিল্লায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে শিশুর আনন্দ শিক্ষাঘর।
বুধবার নগরীর ২য় মুরাদপুর রাবেয়া মঞ্জিলে দোয়া ও মুনাজাতের মাধ্যমে স্কুলের উদ্বোধন করা হয়।
এসময় বিশিষ্ট সংগঠক অধ্যাপক নুরুল আমিন খান, দ্বিতীয় মুরাদপুর মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ, কাটাবিল সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বিশ্বাস ও ২য় মুরাদপুর অহিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, বিশিষ্ট সমাজসেবক আহাদ বিশ্বাস, শিশুর আনন্দ শিক্ষা ঘরের পরিচালক মোঃ রফিকুল ইসলাম সোহেল, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, শাহিদা বেগমসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে কেক কেটে শিশুর আনন্দ শিক্ষা ঘরের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করা হয়।