বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমি প্রজন্ম।
কর্মসূচি পালনকালে মন্দির নির্মাণের ঘটনার তিব্র নিন্দা জানানোসহ অবিলম্বে সকল মাদ্রসা খুলে দেওয়ার জন্য সকারের কাছে দাবী জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে সম্মিলিত কওমি প্রজন্মের আহবানে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুফতি এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আব্দুল হাকিম হাবিবি, মাওলানা এনামুল হাসান, নুরুউল্লাহ আল মনসুর প্রমুখ। এসময় বক্তারা, ভারতের অযোধ্যা নগরীতে শত বছরের ঐতিহ্য ‘বাবরি মসজিদ’র স্থলে রাম মন্দির নির্মাণ করার ঘটনার তিব্র নিন্দা জানান। এর পাশাপাশি করোনার জন্য বন্ধ করে রাখা সকল মাদ্রসা খুলে দেওয়ার জন্য সকারের কাছে উদাত্ত্ব আহবান জানান।