বিড়ালের বাচ্চা খুঁজতে গিয়ে মিলল নবজাতক

প্রতিনিধি।।
বিড়ালের বাচ্চা ভেবে ময়লার ভাগাড়ে এগিয়ে যায় তিন যুবক। কিন্তু বিড়ালের বাচ্চার বদলে ফুটফুটে নবজাতকের খোঁজ পায় তারা। ওই নবজাতককে দত্তক নেন তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী নুরুন্নাহার। ৩ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লার হোমনা-গৌরিপুর সড়কের তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ময়লার ভাগাড় থেকে মেয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বুধবার নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উদ্ধার হবার পর ওই নবজাতককে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী নুরুন্নাহার দেখভাল আরম্ভ করেন। এরপর থেকেই নবজাতক শিশুটিকে বুকের দুধ পান করিয়েছিলেন তিনি। নুরুন্নাহার খুশি হয়ে শিশুটির নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত। এমন সংবাদ পেয়ে সরজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান।
ওই নবজাতককে উদ্ধার করা তিন বন্ধু হলেন তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া (২৪), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে মো. সজিব (২২) ও মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল (২৪) জানান, আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর ঘুরতে যাচ্ছিলাম। রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় কান্নার শব্দ শুনতে পাই। প্রথমে মনে করেছি বিড়ালের বাচ্চা। তারপর কাছে গিয়ে দেখি নবজাতক। তখন আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে যাই।
তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ও শিশু আইন অনুযায়ী আমরা দুধ মা নুরুন্নাহারকে শিশুটি দত্তক দিয়েছি।

inside post
আরো পড়ুন