বিদ্যাকুট উচ্চ বিদ্যালয়ের শতবছর পূর্তি বর্ণিল উৎসব

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শতবর্ষী উদযাপন কমিটির আয়োজনে উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন এলাকায় শনিবার (২২ জুন) দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.  আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ১৯১৩ খ্রিস্টাব্দে এলাকার শিক্ষা বিস্তারে বিদ্যাকুট গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত অমর চন্দ্র ভট্টাচার্য্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ১১১ বছর ধরে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠানটি। এখান থেকে বিদ্যার্জনকারী বহু সুসন্তান দেশে-বিদেশে স্বীয় কর্মকাণ্ড দ্বারা দেশ-জাতির কল্যাণে নিবেদিত।
শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার আলো বিস্তারে শতবছরের পুরনো ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টির একাডেমিক ভবনসহ বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এদিকে  দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা।
শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।