বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমিতে সরস্বতীর পূজা উদযাপন

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লায় বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতীর পূজা উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমিতে সরস্বতীর পূজা উদযাপন করা হয়। সকালে উপবাস থেকে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এদিন দেবী সরস্বতীর আরাধনা করেন ভক্তরা। পুরোহিতদের সঙ্গে ভক্তরা দেবী সরস্বতীর প্রণাম স্তুতি পাঠ করে আশীর্বাদ কামনা করেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিঠুন চক্রবর্তী জানান, একাডেমির পক্ষ থেকে এটি প্রথম পূজা উদযাপন। ঘরোয়া আয়োজনে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা নানা আয়োজনে এ পূজা উদযাপন করেছেন। ২০২২ সালে  বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমি যাত্রা শুরু করে। অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে গান, নাচ, তবলা,  আবৃত্তি ও যন্ত্র সংগীত শিখানো হয়। এপ্রিলের দুই তারিখ বর্ণিল আয়োজনে একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী করা হবে।