বিনামূল্যে আইটি প্যালেসের মাস্ক পেয়ে খুশি সহস্রাধিক মানুষ

 

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লা আইটি প্যালেস উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া ও আইটি প্যালেসের পরিচালক ও স্বত্বাধিকারী নজরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলুল কবির ফটিক, আরিফ মনসুর,শান্তনু,সিহাব,সাগর,রুবেল, ফরহাদ, নুর আলম, মাসুদ, হৃদয়, রুমান, আজমসহ আইটি প্যালেসের কর্মকর্তা কর্মচারীগণ। বিনামূল্যে আইটি প্যালেসের মাস্ক পেয়ে খুশি সহস্রাধিক মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ সচেতনতায় কাজ করছে কুমিল্লায় তথ্য প্রযুক্তির অন্যতম সেরা প্রতিষ্ঠান আইটি প্যালেস। সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিনামূল্যে বিতরণ করা হবে। আজকে এক হাজার মাস্ক বিতরণ করা হবে। সচেতনতার এ কাজ অব্যাহত থাকবে।