বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখীকে ভারত সরকারের আমন্ত্রণ

অফিস রিপোর্ট।
বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত সরকার আসামে ৫ দিন ব্যাপী এক বর্ণাঢ্য রাষ্ট্রীয় যৌথ উৎসবের আয়োজন করেছে।
ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি(‘৬৯-‘৭০), বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগ আহবায়ক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ কালীন বুড়িচং-ব্রাম্মণপাড়া-কসবা আঞ্চলিক কমান্ডার, পার্বত্য চট্টগ্রাম “অপারেশন মাউন্টেন ঈগল” যৌথ কমান্ডের নর্থ কলাম কমান্ডার, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সম্মানিত সদ্স্য নাজমুল হাসান পাখী আগামী ১৬ জুলাই ৫ দিনের রাষ্ট্রীয় সফরে এয়ার ইন্ডিয়া বিমানে আসামের উদ্দেশ্যে রওয়ানা হবেন। প্রতিনিধি দলে ২৫ জন, তন্মধ্যে বীর মুক্তিযোদ্ধা ১৫ জন, সাংবাদিক ৬ জন ও ৪ জন যুব প্রতিনিধি রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী ইতিপূর্বে নেপালের কাঠমুন্ডু, পশ্চিমবঙ্গের কোলকাতা, ত্রিপুরার আগরতলা, আসামের করিমগন্জ এ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন।