‘বৈষম্যবিরোধী সাম্যের দেশ গড়ার প্রত্যয়’

কুমিল্লায় ২ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন 

inside post
প্রতিবেদক।।
কুমিল্লা টাউন হল মাঠে ২ দিন ব্যাপী চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য সমারোহে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী সাম্যের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ রবিবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন কুমিল্লা  মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাংস্কৃতিক  সংগঠক ড. শাহ মোঃ সেলিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক জিয়া উদ্দিন রুবেল।
বক্তারা বলেন, ১৯৭১ সালে লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হলেও এ দেশের সাধারণ জনগণ আজও স্বাধীনতার সুফল যথাযথভাবে ভোগ করতে পারে নি। একদলীয় শাসন ব্যবস্থা ও লুটেরাদের আধিপত্যে বারবার জনগণের আশা-আকাঙ্ক্ষা  ভূলুণ্ঠিত হয়েছে। ধনী-দরিদ্রের বৈষম্য বেড়েছে। মানুষ এখনও দারিদ্র্যতার সাথে লড়াই করছে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই – আগস্টের বিপ্লব আমাদের নতুনভাবে দেশ গড়ার পথ দেখিয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে একাত্তরের চেতনার পাশাপাশি জুলাই -আগস্টের চেতনাকে শুধু ধারণ নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে- এ দেশ সকলের।  আমরা সবাই এ দেশ ও দেশের মাটিকে ভালোবাসি। কোনো প্রকার বিভাজন নয়, নতুনভাবে দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা পর্বের পর বেলুন উড়িয়ে ২ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সভার শুরুতে ৪ টি ধর্মগ্রন্থের মর্মবাণী পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারসহ অন্যান্য অতিথিরা।
সভার শেষ পর্যায়ে একাত্তর ও জুলাই বিপ্লবের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান উপস্থাপন করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল। বিকেলে বিজয় মঞ্চে  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আরো পড়ুন