ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান

 

inside post

২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, বিকালে  ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার চান্দলা গ্রামে ২৫০ জনকে আর্থিক সহায়তা করা হয়।

ডা. আব্দুল বাকী আনিস ফাউন্ডেশন ও ভিক্টোরিয়া-৮৫ বন্ধু ফোরামের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম। প্রধান অতিথি ছিলেন ,ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম।

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা.মোঃ আতাউর রহমান জসীমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির ইসি সদস্য ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া। সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট সেলিম, রাজনীতিক ও সমাজকর্মীদের মধ্যে কবির আহমেদ,আকরাম, মামুন, সুমন,বিল্লাল, সালেহ আহমেদ সেন্টু, আসাদ,পারভেজ,আবছার,আজমল ,নিশা, নাদিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া।
আর্থিক সহযোগিতা করেন বরুড়া রেহানা কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম।

এদিকে কুমিল্লা বার্ডের উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন ডা. সাজ্জাত হোসেন লিখন ও ডা. ফাহিম। বার্ডের পক্ষ বক্তব্য রাখেন যুগ্মপরিচালক কাজী সোনিয়া রহমান, উপপরিচালক সাইফুন নাহার ও ফরিদা ইয়াসমিন।বার্ডের পক্ষ থেকে ৫০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন