ব্রাহ্মণপাড়ায় আ’ লীগের পকেট কমিটি গঠনের অভিযোগ

অফিস রিপোর্টার।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েকটি ইউনিয়নের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় আবু তাহের স্মৃতি মঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। কর্মসূচিগুলো হলো- আগামী ৪৮ ঘন্টার মধ্যে পকেট কমিটি বাদ দিয়ে পুনরায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি দিতে হবে। দাবি মানা না হলে কুমিল্লা জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল কাফী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম ঠিকাদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও কাশেদুল আলম ভূইয়া বাবু, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।