ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার-পাইপ জব্দ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (সদর) এ.বি.এম মশিউজ্জামান সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামে এই অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার পাইপ এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (সদর) এ.বি.এম মশিউজ্জামান জানান, কতিপয় বালু ব্যবসায়ীরা বিলকেন্দুয়াই, খাকচাইল ও নাওঘাট মৌজার খালের উপর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে ভূগর্ভস্থ বালু উত্তোলণ করছিল। এতে আশপাশে থাকা কৃষি জমি নষ্টসহ হুমকির মুখে পড়ে। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ডেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে ড্রেজার পরিচালনাকারী মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। যারা অবৈধভাবে এহেন কাজ করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা  বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।