ব্রাহ্মণবাড়িয়ায় ইটাখলা মালিকদের সংবাদ সম্মেলন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থানান্তরযোগ্য প্রায় ৬০ টি ইটাখলা আগামী জুন ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চালু রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্থ ইটাখলা মালিকরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে জেলাা ক্ষতিগ্রস্থ ইটাখলা মালিকবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইটাখোলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, করোনার প্রাদুর্ভাবের কারনে ২৬ মার্চ ২০২০ থেকে লকডাউন থাকায় এমনিতেই ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। মহামারীর কারণে যথা সময়ে এসব ইটাখোলা স্থনান্তর করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ইটাখলাগুলোতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ অবস্থায় ইটাখলা বন্ধ হলে মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হবে। এসময় বিজয়নগর ইটাখলা মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইটাখলা মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলায় প্রায় শতাধিক ইটাখলা রয়েছে।