ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ আরো ২২ জন আক্রান্ত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
প্রাণঘাতী ভাইরাস করোনায় ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ নতুন করে আরো ২২ জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে সুস্থ্য হয়েছেন ২১ জন। ১৪ শতাধিক ছাড়ালো আক্রান্তের সংখ্যা। এ যাবৎ মারা গেছেন ২৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১৯ জন। জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৪২১ জনে উন্নীত হলো বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে প্রাপ্ত ১২৮টি রিপোর্টের মাঝে একজন চিকিৎসকসহ ২২ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমিত ২২ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক চিকিৎসকসহ সাতজন, জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ১০ জন, নবীনগর উপজেলায় সাতজন, আশুগঞ্জ উপজেলায় ছয়জন নাসিরনগর উপজেলায় তিনজন, আখাউড়া উপজেলায় দুইজন, বিজয়নগর উপজেলায় দুইজন, সরাইল উপজেলায় একজন এবং কসবা উপজেলায় একজন। অপরদিকে জেলায় আক্রান্ত হবার পর আইসোলেশনে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরো ২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৯৭ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১১ হাজার ৭৪ জনের। প্রাপ্ত ফলাফলে ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, কারারক্ষী, প্রবাসীসহ এক হাজার ৪২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা সংক্রিমত হবার পর আইসোলেশনে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সুস্থ্য হয়ে নিজ বাড়ি ফিরেছেন আরো ২১ জন। এ পর্যন্ত জেলায় ৫০৯ জন সুস্থ্য হয়েছেন এবং আইসোলেশনে আছেন ৮৮৭ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪ জনে। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে এযাবৎ মারা গেছেন আরো ১৯ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ  একরাম উল্লাহ্ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলায় নতুন করে আক্রান্ত ২২ জনকে আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।’