ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চোলাই মদসহ সাতজন আটক

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
inside post
ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ ঘোষিত ২৫০ লিটার দেশীয় চোলাই মদসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরস্থ স্থানীয় সুইপার পট্টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জেলা শহরের শিরাইলকান্দি মহল্লার জাহাঙ্গীর আলম (৫৬), উত্তর পৈরতলার মো. আশিক (৩২), পাইকপাড়ার মদন দেবনাথ (৬০), পূর্ব পাইকপাড়ার বাধন রায় (২৮), নাসিরনগর উপজেলার ছাত্তার মিয়া (৫৫) ও অনু মিয়া (৪৫) এবং সুনামগঞ্জ জেলার বাধন রায় (২৮)। তাদের জিম্মা থেকে নিষিদ্ধ ঘোষিত ২৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে চোলাই মদ ক্রয় বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
আরো পড়ুন