ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্মেলন অনুষ্ঠিত 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ভারতের গকুলনগর প্রশিক্ষণ কেন্দ্র-ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হামিদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দীকি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ ও বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ভূইয়া বকুল। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ জাতি গঠনের আহ্বান জানান। সম্মেলনে কেন্দ্রীয় এবং উপজেলার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে স্থানীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাধির চৌধুরীকে উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।