ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন সচলে আল্টিমেটাম

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
হেফাজতকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হবার দীর্ঘ ছয় মাসেও চালু হয়নি রেলসেবা। লাখো মানুষের দুর্ভোগের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বন্ধ। এহেন যৌক্তিক দাবীতে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকলেও চালু হয়নি রেলসেবা। এসবের ফলশ্রুতিতে ক্রমেই ফুঁসে ওঠছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এবার ঘোষিত হলো সাত দিনের আল্টিমেটাম।

আগামী ৯ অক্টোবরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের দাবীতে মানবনন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। শনিবার (২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালুর দাবীতে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা দেয়া হয়। আগামী ৯ অক্টোবরের মধ্যে রেলসেবা চালু না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, কমরেড নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা আগামী ৯ অক্টোবরের মধ্যে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, গত ২৬-২৮ মার্চ হেফাজতকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসহ সরকারি-বেসরকারি অন্তত ৩৮টি স্থাপনায় পরিচালিত হয় ব্যাপক ধ্বংসলীলা। সেই থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন রেলসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।