ব্রি ধান ১০২ ভালো ফলনে কৃষকের মুখে হাসি

 

inside post

 প্রতিনিধি।।
ব্রি ধান ১০২ ধানের চালের মধ্যে অধিক পুষ্টিমান এবং জিংক রয়েছে, চাল চিকন। চিটার পরিমাণ কম হয়। ধানের রং সোনালী উজ্জল বর্ণের। যাতে বিঘায় ২৬ মন এবং হেক্টরে ৭.৮ টন ফলন পাওয়া যায়। এখানে ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। কুমিল্লা বুড়িচং উপজেলার উত্তরগ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ(ব্রি) উদ্ভাবিত ব্রি ধান ১০২ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে বক্তারা এই তথ্য জানান।
পার্টনার প্রকল্পের আর্থিক সহযোগিতায় ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার আওতায় বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র জানায়, নতুন এ জাতটি চলতি বোরো ২০২৩-২৪ মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর
করে ২৯ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়। উত্তর গ্রামের কৃষক মির্জা মোর্শেদ আলম, মির্জা মোঃ ইউসুফ কাজল ও মির্জা হুমায়ুনের জমিতে প্রায় এক একর জমিতে ব্রি ধান ১০২ চাষ করেন। তারা ভালো ফলন পেয়ে খুশি।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার। সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম সালাহউদ্দিন।

আরো পড়ুন