‘ভাষা আন্দোলনে কুমিল্লার সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

 প্রতিবেদক ।।
বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে  বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ ভাষা আন্দোলনে কুমিল্লার সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বিনয় সাহিত্য সংসদের নির্বাহী সদস্য সাংবাদিক খায়রুল আহসান মানিক।
মূল প্রবন্ধ পাঠ করবেন বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। তিনি একুশের সংকলন  ‘ ফাগুনের আগুন’  এর মোড়ক উন্মোচন করবেন।আলোচনা করবেন বিশিষ্ট লেখক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরের ধারা সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন একুশ উদযাপন পর্ষদের সদস্য সচিব সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ।
inside post
আরো পড়ুন