‘১৮’র কোটা সংস্কার আন্দোলনই ছিল ২৪ এর শেকড়’

প্রতিনিধি।।
inside post
‘২০১৮সালে কোটা সংস্কার আন্দোলন থেকে এ দল গড়ে উঠে। যার শুরুটি হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন সারাদেশে এটি একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। ১৮’র কোটা সংস্কার আন্দোলনই ছিল ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেকড়। ২০১৮ সালে কোটার বিরুদ্ধে আন্দোলন না হলে ২০২৪ সালে ফ্যাসিবাদ পতনের আন্দোলন হতো না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষ্যে সোমবার বিকেলে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আলোচনা শেষে এক র‍্যালি বের হয়ে কুমিল্লা নগরীর পূবালী চত্তর হয়ে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়। কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল আমীনের সঞ্চালনায় এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ। প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাড. জয়নাল আবেদিন মাজহারী, সাংগঠনিক সম্পাদক মোজ্জামাল হোসেন পঞ্চায়েত ও দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক নাইমুজ্জামান (সিফাত), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসলাম সিদ্দিকসহ বিভিন্ন উপজেলা ইউনিট প্রধান। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আরো পড়ুন