ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ৭ মার্চ উদযাপন

প্রতিনিধি।।
 কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর কুমিল্লা সিটি করপোরেশনের পার্কে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মো. শরিফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ইছমত আরা। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. কামরুর রশিদ।

 অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। তারা সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন অধ্যাপক নাজমা আহমেদ। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।