ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বিএনসিসির নবীন ক্যাডেটদের বরণ
কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনসিসির নবীন ক্যাডেটদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, নবীন ও প্রবীণ ক্যাডেটরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। সভাপতিত্ব করেন বিএনসিসি’র পি.ইউ.ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বিএনসিসির মাধ্যমে ছাত্র জীবনে অর্জিত প্রশিক্ষণ ব্যবহারিক জীবনেও কাজে লাগাতে হবে। তাছাড়াও দেশমাতৃকার যেকোনো ক্রান্তিকালে সাহসী মনোবল রাখারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তাছাড়াও নবীন ও প্রবীণ ক্যাডেটদের পরিবেশিত সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশনাও ছিলো। উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নাজমুন নাহার, পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও বিএনসিসি’র পি.ইউ.ও প্রভাষক সামছুন্নাহার সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা।
-প্রেস বিজ্ঞপ্তি।