ভিক্টোরিয়া কলেজে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন শুরু

 

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন শুরু হয়েছে। মঙ্গলবার
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন
কলেজ উপাধ্যক্ষ ড.আবু জাফর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাজু আহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন সভাপতি জোবাইদা ইয়াসমিন মুমু। অনুষ্ঠানে বাঁধন সদস্যরা উপস্থিত ছিলেন।

বাঁধন সভাপতি জানান, বাঁধন কার্যালয়ে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের জন্য বিনামূল্য করোনা ভ্যাকসিন নিবন্ধন করা হবে। যে সকল দিবসে কলেজের প্রশাসনিক কার্যক্রম চলবে, সেকল দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত নিবন্ধন করা হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য প্রধান করতে হবে। সরকারি সকল নির্দেশনা মেনে আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবারের জন্য বিনামূল্য এ নিবন্ধনের আয়োজন করেছি।