মুরাদনগর গোমতী নদীর বেড়িবাঁধে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সম্পত্তির অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা জেলাধীন (গোমতী নদীর বেরীবাঁধ) মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় ১লা মার্চ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন শামীম আরা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুমিল্লা জেলা প্রশাসন , উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম কমল সহকারী কমিশনার ভূমি, মুরাদনগর । ইঞ্জিনিয়ার আবু তালেব উপ-বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন উপসহকারী প্রকৌশলী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন খান পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা, এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার আরিফুর রহমান, এবং শাহাদাত হোসেন , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঠিকাদার প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
— সংবাদ বিজ্ঞপ্তি