মধ্যরাতে নৈশপ্রহরীদের পাশে

 

inside post

  প্রতিনিধি ।।নৈশপ্রহরী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দায়িত্বরত নৈশপ্রহরীসহ অর্ধশত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেয় সামাজিক সংগঠনটি।
এসময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, মেহেদী হাসান, আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রবিউল আউয়াল তুহিন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নোমান মজুমদার, সাবেক সহ-সভাপতি রিয়াজুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিফ, সদস্য মেহেদী, নাসির উদ্দিন, জুয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের আহবায়ক নজরুল ইসলাম বলেন, আমরা শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার পাশাপাশি মমত্ববোধ বাড়ানোর উদ্দেশ্যে এই উপহার দিয়েছি। কুমিল্লা ন্যাশনাল ক্লাব সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
সদস্য সচিব রবিউল আউয়াল তুহিন জানান, এই আয়োজন প্রতিবছরই করা হয়, এই বছর মধ্যরাত পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করেছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই এবং তাদের সুখ-দুঃখে আমরা সবসময় পাশে থাকি।
প্রোগ্রাম চেয়ারম্যান আতিফ বলেন, নৈশপ্রহরীরা শীতের রাতে কঠোর পরিশ্রম করে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা জন্য শীতবস্ত্র বিতরণ করেছি।

আরো পড়ুন