‘মাঠকর্মীদের মূল্যায়নে কৃষিতে আরো বেশি সমৃদ্ধি আসবে’

ডিকেআইবি কুমিল্লা অঞ্চলের যৌথ সভা ও ওরিয়েন্টেশন কর্মশালা

প্রতিনিধি।।
একজন পিওনেরও পদোন্নতি আছে তবে আমাদের তা নেই। যেখানে শুরু সেখানেই শেষ। অন্যায় ভাবে দীর্ঘদিন যাবত আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এরকম শত শত ন্যায়সংগত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। কৃষি দেশের প্রাণ। কৃষকের পরে বেশি পরিশ্রম করেন দেশের ১৫হাজার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারা ২৫-৩০বছর চাকরি শেষে একই পদে বাড়ি ফিরতে চান না। তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। ১৫ হাজার কৃষি কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। মাঠকর্মীদের মূল্যায়নে কৃষিতে আরো বেশি সমৃদ্ধি আসবে। তাদের দাবি পূরণে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(ডিকেআইবি) কুমিল্লা অঞ্চলের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাংগঠনিক যৌথ সভা ও ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ডিকেআইবি কুমিল্লা অঞ্চলের সভাপতি মনোয়ার হোসেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতারা এতে বক্তব্য রাখেন।