মুরাদনগরে অর্ধশতাধিক পরিবারের পাশে পান্তি ছাত্রকল্যাণ সংস্থা

 

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লার মুরাদনগরে পান্তি ছাত্রকল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২মে) উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে অর্ধশতাধিক সংগ্রামী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে তরুণরা।

স্থানীয় বাসিন্দা ও তরুণ স্বেচ্ছাসেবী সাকিব মাহমুদ শিমুল ও চৌধুরী মামুন বলেন, এ বছর আমার ৬০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। প্রতিটি প্যাকেজে রয়েছে গরুর মাংস, সেমাই, তেল, দুধ, চিনি, আলু ও পেয়াজ। আমাদের গ্রামের চাকুরিজীবী, প্রবাসী এবং যুব ভাইদের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, গ্রামের সকল অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা”।

প্রসঙ্গত, পান্তি ছাত্রকল্যাণ সংস্থা গ্রামের ১০জন ছাত্রের হাত ধরে ২০১৯ সালে যাত্রা শুরু করে। তারা ঈদে গ্রামের কবরস্থান পরিষ্কার করা, করোনার ক্রান্তিলগ্নে বাড়ি বাড়ি গিয়ে স্কুলের শিক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া, অসহায় ছাত্রদের মাঝে প্রতি মাসে কাগজ ও কলম বিতরণ, গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ সেবা মূলক কাজের সাথে জড়িত।