মুরাদনগরে বিএডিসির ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
অফিস রিপোর্টার।।
‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় বাস্তবায়নাধীন মুরাদনগর ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ০৮ আগস্ট কুমিল্লার মুরাদনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ), বিএডিসি,কৃষি ভবন,ঢাকার প্রকৌশলী মোঃ জিয়াউল হক। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (নির্মাণ), বিএডিসি, কৃষি ভবন, ঢাকার প্রকৌশলী মোঃ ফেরদৌসুর রহমান, আরএমসিআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ জয়নুল আবেদিন, কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, সিসিবিডিআইএডি প্রকল্প, প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, সংশ্লিষ্ট সহকারী ও উপসহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ঠিকাদার প্রতিনিধি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সদস্য পরিচালক আগত অতিথিগণকে নিয়ে নির্মাণাধীন মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি যথাযথ গুণগতমান বজায় রেখে বর্ণিত কাজসমুহ সম্পাদনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।