মুরাদনগরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

 

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে, বারি মাসকলাই-৩ বাস্তবায়িত প্রদর্শনীর আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মুরাদনগর, কুমিল্লা এর বাস্তবায়নে গত ৫ মে প্রদর্শনী সংলগ্ন মাঠে, কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

 

রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, ডিএই, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বদরুদ্দোজা মুসলিমী, কৃষি প্রকৌশলী, ডিএই, কুমিল্লা; কৃষিবিদ মো. নুর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, মুরাদনগর, কুমিল্লা। সভাপতিত্ব করেন- কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মুরাদনগর, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- প্রদিপ কুমার সাহা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মুরাদনগর, কুমিল্লা। এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন-উপসহকারী কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন সরকার, মোঃ মনির হোসেন, মোঃ সাইদুর রহমান সহ কৃষক-কৃষাণীবৃন্দ।

 

— সংবাদ বিজ্ঞপ্তি