মুরাদনগরে মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট

প্রতিনিধি ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় শ্রমিকদের গ্রেফতার ও মামলায় প্রত্যাহারের প্রতিবাদে ধর্মঘট পালন করেছে শ্রমিক ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার মুরাদনগর সদর ও রামচন্দ্রপুর বাজার এলাকায় সকল প্রকার দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করে ওই সকল বাজার এলাকার শ্রমিক ও ব্যবসায়ীরা।
মুরাদনগর সদরের মুদি ব্যবসায়ী জয় ভৌমিক বলেন, ৫ আগস্টের পর সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তার নেতাকর্মীদের দিয়ে আমাদের বাজার থেকে চাঁদাবাজি বন্ধ করেছেন। আমরা নিরাপদে ব্যবসা করছি। অথচ সেই বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা বানোয়াট মামলা করেছে। এর প্রতিবাদে আমরা আধাবেলা ধর্মঘট পালন করছি।
বস্ত্র ব্যবসায়ী আল আমিন বলেন, এখন আমাদের বেচা বিক্রির সময়, তবুও আমরা ধর্মঘট পালন করছি। কারণ বিএনপির নেতাদের কারণেই চাঁদামুক্ত ব্যবসা করছি।অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলায় সিরিয়ালের বাইরে সিএনজি চালিত আটোরিকশা নিতে চাইলে এক লাইনম্যানের সাথে সমন্বয়ক পরিচয়ের একজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই লাইনম্যান আবুল কালামকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশে দেয়। শ্রমিক আবুল কালামের মুক্তির দাবিতে মুরাদনগর থানার সামনে মালিক-শ্রমিক লোকজন বিক্ষোভ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এনিয়ে পৃথক দুইটি মামলা করা হয়।