মেঘনায় ভোট কেন্দ্রে হামলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

অফিস রিপোর্টার।।

inside post

কুমিল্লার মেঘনায় ভোট কেন্দ্রে হত্যা প্রচেষ্টার মামলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। রবিবার কুমিল্লার ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন। অন্য আসামিরা হলেন জসিম উদ্দিন, সোহাগ ও মনির হোসেন।

সূত্র জানায়,গত বছরের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিনে মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ও নৌকার বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জজ মিয়া নামের একজন সৌদি প্রবাসী আহত হন। এই ঘটনায় প্রবাসীর ভাই আবু সায়েদ বাদী হয়ে কুমিল্লার আদালতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৯জনের নামে একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। এই মামলায় গত ৬ ডিসেম্বর আসামিরা জামিন চাইলে উচ্চ আদালত তাদের দুই সপ্তাহের আগাম জামিন দেন। এছাড়া তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। রবিবার নিম্ন আদালতে ৫ জন আসামি আত্মসমর্পণ করলে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন বিচারক।

মেঘনা থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দিন জানান, গত ইউপি নির্বাচনের দিনের সংঘর্ষের ঘটনায় আহত জজ মিয়ার ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন। এ মামলায় আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গেলে চারজনের জামিন না মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

আরো পড়ুন