‘যারা মাদক ও অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’

 

inside post

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের শাম আবাসিক এলাকার (প্রস্তাবিত) বাসিন্দাদের উদ্যোগে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০মার্চ)আবাসিক এলাকার একটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কফিল উদ্দিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এরশাদ মোল্লা, মুজিবুর রহমান, আতিকুর রহমান, ফারুক পাটোয়ারী, মোবারক হোসেন ও শফিউল্লাহ মজুমদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে আতিকুর রহমান জুয়েল বলেন,‘আজকের এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো একে অপরের কাছে আসা, পরস্পরের সাথে মিলেমিশে চলার দিকনির্দেশনা দেওয়া, যেন এলাকাটি সুখী ও শান্তিপূর্ণ হয়ে ওঠে।’

ফারুক পাটোয়ারী উল্লেখ করেন,‘এই এলাকা অভিভাবকশূন্য হয়ে পড়েছে। আমরা চাই, সকলে যেন মিলেমিশে বসবাস করতে পারে। এলাকার পরিবেশ যেন সুন্দর থাকে।’

শফিউল্লাহ মজুমদার বলেন,‘ভালো পরিবেশের আশায় আমরা বিভিন্ন অঞ্চল থেকে এখানে বসবাস করতে এসেছি। কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত পরিবেশ গড়ে ওঠেনি। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এটি বাস্তবায়ন করতে হবে।’

মাদকবিরোধী প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে মোবারক হোসেন বলেন,‘এই সমাজের অনেক তরুণ মাদকের সাথে যুক্ত হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এমনকি তারা মাদকের অর্থ জোগাড় করতে চুরি পর্যন্ত করছে। সম্মিলিতভাবে আমাদের মাদকমুক্ত সমাজ গড়তে হবে।’

৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রহমান বলেন,‘এলাকাটি রেললাইন সংযুক্ত হওয়ায় এখানে মাদকের বিস্তার দীর্ঘদিনের। যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন,
‘আমরা চাই একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকুক। যারা মাদক ও অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এজন্য যুবসমাজের পাশাপাশি অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ ভূঁইয়া, তাজুল ইসলাম স্বপন, কবির হোসেন, সৈয়দ রাকিব, জাকির হোসেন, মো. মিশু, মো. আহাদ, মো. লিটন, আশফাকুর রহমান রুমি, মো. জিহাদ, মো. অন্তর, ইমতিয়াজ রহমান নিহাল, ফয়সাল উদ্দিন ভূঁইয়া, তানভীর, রাব্বি, মো. সালাহউদ্দিন, আসকর আলী, দেলোয়ার হোসেন, গোলাম হোসেন, মো. আবদুল ওহাব, মো. হুমায়ন কবির, সাখাওয়াত ইসলাম সাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।-প্রেস বিজ্ঞপ্তি।

 

আরো পড়ুন