যেভাবে মুক্ত হলো খামারে আটকা বাঘডাশ
প্রতিনিধি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চিকুটিয়া গ্রামের মুরগির খামারে ধরা পড়ে একটি বাঘডাশ।
বৃহস্পতিবার ধরা পড়া বাঘডাশটি স্থানীয় যুবকরা বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বাঘডাশটি জব্দ করে। বিকেলে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
চিকুটিয়া গ্রামের বাসিন্দা বশির আহমেদ জানান, তার মুরগির খামারে প্রায়ই হামলা করে বাঘডাশ। বৃহস্পতিবার পাহারা বসিয়ে সেটিকে আটক করি। পরে স্থানীয় যুবকরা বাঘডাশটিকে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, একটি বাঘডাশ ধরা পড়েছে শুনে গ্রাম পুলিশ দিয়ে সেটিকে উপজেলায় নিয়ে আসি। নিয়ম মেনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে বাঘডাসটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়।