রং তুলি ফাউন্ডেশনের সভাপতি অপ্সরা ও সম্পাদক হৃদয়

 

অফিস রিপোর্টার।।
২০১২ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রং তুলি ফাউন্ডেশন এর ২০২১-২২ বর্ষের বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডে সভাপতির দায়িত্ব পান কাজী সাইদা সুমাইয়া নূর অপ্সরা ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান আবু ফয়েজ হৃদয়।

১৮ জুলাই রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু রং তুলি ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে কুমিল্লা জেলার বোর্ড ঘোষণা করেন।

বোর্ড এর অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আদিব হাসনাত, অর্থ সম্পাদক শামীমা ভূইয়া বৃষ্টি, মানব সম্পদ কর্মকর্তা মেহেদী সাব্বির, জনসংযোগ কর্মকর্তা শাখাওয়াত হোসেন আলম, প্রকল্প কর্মকর্তা ফাইরুজ অবন্তিকা।

  • আগামি জুন ২০২২ পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। উল্লেখ্য সংগঠনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ১৭ টি থেকে ৬ টির অধীনে যুবদের নিয়ে যুব উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রম করে যাচ্ছে । টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ছয়টি হলো
    এসডিজি ১; দারিদ্র বিমোচন, এসডিজি ২; ক্ষুধা মুক্তি, এসডিজি ৩; সু-স্বাস্থ্য, এসডিজি ৪; মানসম্মত শিক্ষা, এসডিজি ৫; লিঙ্গ সমতা ও এসডিজি ৬ জলবায়ু বিষয়ে পদক্ষেপ ইত্যাদি।
    এছাড়াও তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সংগঠনটি কাজ করে যাচ্ছে।