প্রতিবাদী– মহিউদ্দিন চৌধুরী মাহিন

 

বাঁ পাশের সহজ পথটা ছেড়ে
নিয়েছি মোরা কন্টকে আবৃত পথ।
এই বাংলার তরে,
যেতে হবে অনেক দূর
এই নিকষ কালো অন্ধকারে
একটু আলোর দেখা পেতে
সেই আলোর শিখা জ্বালিয়ে
লাখো প্রতিবাদীরা জেগে থাসমস্ত অন্যায় আর অত্যাচারকে ধুলিস্যাত করে
ন্যায় ও সত্যর অধিকার প্রতিষ্ঠা করে
শান্ত তারা হবে
প্রতিবাদীরা সর্বদা গর্জে ওঠে
অত্যাচারিতের ডাক শুনে
তাই তারা জন্মাক
এই বাংলার ঘরে ঘরে।

 

বাঁ পাশের সহজ পথটা ছেড়ে
নিয়েছি মোরা কন্টকে আবৃত পথ।
এই বাংলার তরে,
যেতে হবে অনেক দূর
এই নিকষ কালো অন্ধকারে
একটু আলোর দেখা পেতে
সেই আলোর শিখা জ্বালিয়ে
লাখো প্রতিবাদীরা জেগে থাকসমস্ত অন্যায় আর অত্যাচারকে ধুলিস্যাত করে
ন্যায় ও সত্যর অধিকার প্রতিষ্ঠা করে
শান্ত তারা হবে
প্রতিবাদীরা সর্বদা গর্জে ওঠে
অত্যাচারিতের ডাক শুনে
তাই তারা জন্মাক
এই বাংলার ঘরে ঘরে।