রঙিন ঘুড়ির কালচারাল ডে 

 

কুমিল্লা আইডিয়াল কলেজ সাংস্কৃতিক সংগঠন রঙিন ঘুড়ির কালচারাল ডে অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার। কালচারাল ডে উদ্বোধন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যৌক্তিক ও মানবিক মানুষ হওয়ার জন্য নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীকে সংস্কৃতির চর্চা করতে হবে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নেতৃত্বদানের যোগ্যতা তৈরি হয়, নিজেকে অন্যের সামনে উপস্থাপন করার কৌশল শিখায়। রঙিন ঘুড়ির সভাপতি প্রমিত রয়ের সভাপতিত্বে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন রঙিন ঘুড়ির সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক অনন্যা ব্যানার্জি, সহ সভাপতি শ্রাবনী দে, মালিহা বিনতে মাসুম, সাধারণ সম্পাদক: স্নেহা সাহা, যুগ্ম সম্পাদক অর্পিতা পোদ্দার, আহম্মেদ জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক নূর জাহান, নির্বাহী সদস্য সুরাইয়া খানম, তাসলিমা আক্তার ইভা। -প্রেস বিজ্ঞপ্তি।