রহস্যময় শহর– এ.এন সাইফুল ইসলাম
আগের তুমি-তুমিটা নেই বলে,
জ্যোৎস্না রাতে একলা একা সময় কাঁটে।
আমার তুমি নামক চাঁদটা,
অন্যজনের মায়া কাঁড়ে”
বাঁধলে বাসা নতুন তীরে,
মনে বয়ে যাচ্ছে বিরহের হাওয়া।।
তুমি চাঁদে নেই যে আমার বৃত্ত ছায়া;
নিবে গেছে আলোর তাঁরা”
তুমি চাঁদ- আমার মনের উম্মাদ,
আমার ভালোবাসাকে দিলে অপবাদ।
আমার সর্ম্পক-তোমার কাছে-
ছিল স্বপ্নের গল্প”
তাই আজ আমায় লাগে বিরক্ত!
ভেঙ্গে দিলে অবুঝ হৃদয়”
আমাদের পরিচয়টা বাস্তবে নয়-
ছিল এক রহস্যময় শহরের কল্পনাতে।