লোক ও কারুশিল্প পদক পেল খাদিভবনের সানাই দাসগুপ্ত

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে “লোক ও কারু শিল্পী পদক ২৩” প্রদান করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ, পদক প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক,সনদ ও পুরস্কারের চেক তুলে দেন। কুমিল্লার “খাদি ভবন” এর সানাই দাসগুপ্তকে ইতিহ্যবাহী খাদিশিল্পেরজন্যে পদক প্রদান করা হয়। তাছাড়া গীতেশ চন্দ্র দাসকে শীতলপাটি শিল্পী,রফিকুল ইসলামকে রিক্সা পেইন্টিং শিল্পী,রেহানা পারভিনকে মনিপুরী তাঁতশিল্পী,রাশিদা বেগমকে পাটজাত কারুশিল্পী এবং পারভিন আক্তারকে নকশিকাঁথা কারুশিল্পী হিসাবে পদক প্রদান করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খালিদ আহাম্মদ ছাড়াও বরেণ্য শিল্পী হাসেম খান,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক,অসীম কুমার উকিল এমপি,বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা, সাংবাদিক নেতা মন্জুরুল হাসান বুলবুলসহ ফাউন্ডেশনের অন্যান্য পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি।