‘শহীদ জিয়ার আদর্শে সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাবো’

কৃষকদের মাঝে ধানের চারা ও সরিষা বীজ বিতরণ

প্রতিনিধি:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসনে দেড় শতাধিক কৃষকের মাঝে ধানের চারা ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ ড.খন্দকার মাহফুজুল হক বাচ্চু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশব্যাপী কৃষক-কৃষানিসহ বন্যার্তদের পুনর্বাসনের জন্য কাজ করছে। আমরা শুধু কথায় নয়; কাজে বিশ্বাসী। বীজ দেয়ার পর বপন থেকে ফসল উৎপাদন পর্যন্ত মনিটরিং করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খাল খনন করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে, সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাবো।
বক্তব্য রাখেন কৃষিবিদ এস এম শরীফুজ্জামান, কৃষিবিদ প্রফেসর ড. এহসানুল হক স্বপন, প্রফেসর ড. মো. আশাবুল ইসলাম আশা ও ড. কে এম বদরুল হক। ডা: ফরহাদ হালিম ডোনার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষিবিদ ড. মো: আকিকুল ইসলাম আকিক।
এতে লাকসাম থানা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শাহ আলম, যুবদলের যুগ্ম আহবায়ক মো: শফিকুর রহমান বাদলসহ স্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।