শান্ত হত্যা মামলার প্রধান আসামি সাজিবের গ্রেফতারী পরোয়ানা

প্রতিনিধি।
দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামি সাজিবের গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার দুপুরে ৪নং আমললী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এই আদেশ দেন। মামলার অপর তিন আসামি হলেন কবির হোসেন, মোসলেম মিয়া, রাকিবুল হাসান।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, ‘দুপুরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। প্রধান আসামি সাজিব পলাতক রয়েছেন। অপর তিন আসামী জামিনে মুক্ত আছেন’।
প্রসঙ্গত, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে শান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন।
নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।
inside post
আরো পড়ুন