শিশুদের ব্যতিক্রমী সবজি পার্টি

সাইফুল ইসলাম সুমন।।
শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এই বার্তাকে সামনে রেখে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার ‘শিশুর আনন্দ শিক্ষাঘর’ ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে। শিশুদের নৈতিকতা, পরিবেশ সচেতনতা এবং হাতে-কলমে শেখার মাধ্যমে বাস্তবজ্ঞান অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানে আয়োজন করা হয় সবজি পার্টি।

inside post

স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীদের জন্য টবে সবজি চারা রোপন করেন। শিক্ষার্থী ও অভিভাবকরা নিজের হাতে সে চারা গাছ নিয়মিত পরিচর্যা করেন। সেই গাছে ধরেছে সবজি। এক আনন্দঘন পরিবেশে গত ২২ মে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সবজি পার্টি । যেখানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

এই সবুজায়ন-ভিত্তিক চিন্তাধারার মূল পরিকল্পক পরিবেশপ্রেমী ও শিক্ষানুরাগী কামাল আহমেদ, যিনি শিশুদের মধ্যে গাছ লাগানো এবং পরিচর্যার গুরুত্ব বোঝাতে সহযোগিতা করেছেন।

প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, “এই ধরনের শিক্ষাদান শিশুর মনোজগতে গভীর প্রভাব ফেলে। খেলাচ্ছলে শেখানো এসব শিক্ষা তাদের দীর্ঘদিন মনে থাকবে।”

অভিভাবকরা জানান, “শিশুদের এইভাবে গড়ে তোলা হলে তারা ছোট থেকেই প্রকৃতির সঙ্গে সংযুক্ত হবে, দায়িত্বশীল হবে—এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

আরো পড়ুন