কবি নজরুলের জন্মবার্ষিকীর জাতীয় উৎসব কুমিল্লায়

প্রতিনিধি :
জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী কাল (রবিবার)। জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্মবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠানটি এবছর কুমিল্লা নগরী ও কুমিল্লা মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ২৫ মে বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ২য় দিন জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে এবং শেষ দিন ২৭ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক।
মঙ্গলবার (২৭ মে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
উল্লেখ্য-কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ থেকে ১৯২৩ পর্যন্ত কবি কুমিল্লা ও মুরাদনগরে এসেছেন ৫বার। এসময় এখানে কবি লিখেছেন বহু গান ও কবিতা। কবির প্রেম, বিরহ, বিয়ে, সংগীত শিল্পী হিসেবে আর্বিভাব হওয়ার পাশাপাশি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং কারা বরণের মতো ঘটনাবহুল সময় কেটেছে এই কুমিল্লায়। ১৯২১ সালে জেলার মুরাদনগরের দৌলতপুর গ্রামের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ক্যাপ্টেন আলী আকবর খানের সাথে প্রথম কুমিল্লায় ও দৌলতপুরে আসেন তরুণ কবি নজরুল। আলী আকবর খানের বাড়িতে বেড়াতে এসে ভাগ্নি নার্গিস আসার খানমের প্রেমে পড়েন কবি। অত:পর বিয়ে এবং বিচ্ছেদ হয় তাদের। শেষে কবি ঘর বাঁধেন কুমিল্লা শহরের মেয়ে প্রমীলার সাথে।
এদিকে কবির জীবনের উল্লেখযোগ্য স্থান মুরাদনগরের দৌলতপুর ১০২ বছর পর এই প্রথমবারের মতো মুরাদনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাহাঙ্গীর আলম ইমরুল সম্পাদিত ‘দৌলতপুরে নজরুল’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেছে ঐতিহ্য কুমিল্লা। অনুষ্ঠানের ২য় দিন ২৬ মে দৌলতপুরে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।
